
নিউজ ডেস্কঃ গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্ট ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে এবং অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে সুশানের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক শামিম জাহাঙ্গীর সেন্টুর নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সাংবাদিক তোজাম্মেল আযম, সংগঠক মাহবুবুল হক মন্টু, মীর রওশন আলী মনা, মাহবুব চান্দু, আবু তালেবসহ সুজনের সদস্যরা অংশগ্রহণ করেন।