
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে আলাউদ্দিন টাওয়ারে লিফটের রশি ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মুনতাকিন নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য জানান। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এর আগে শিশুটির বাবা মাহমুদুল হাসান ও তার বড় বোন মাইশা মারা যান। গত ২৪শে জুন উত্তরার ৩ নম্বর সেক্টরে আলাউদ্দিন টাওয়ারের লিফটের রশি ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬জন মারা যান। একই ঘটনায় সেখানে আগুন লেগে দগ্ধ হন অন্তত ২০ জন। তাদের মধ্যে একই পরিবারের ৩জন গুরুতর দগ্ধ হ।