News71.com
 Bangladesh
 16 Jul 16, 10:43 AM
 384           
 0
 16 Jul 16, 10:43 AM

আশুলিয়ায় নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

আশুলিয়ায় নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক: আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য লেহাজ উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের আমবাগ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আশুলিয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাসুদ রানা বলেছেন, লেহাজ উদ্দিনের বিরুদ্ধে ২০১৫ সালে বিএনপি’র ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে একটি মামলা রয়েছে। আদালত থেকে লেহাজ উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন