
নিউজ ডেস্ক: মুজিবনগর সদর উপজেলার বাগোয়ান গ্রামে মুসলিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুসলিমা খাতুন বাগোয়ান গ্রামের ভ্যান চালক ভাসান আলীর স্ত্রী।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন সাংবাদিকদের জানান, মুসলিমা খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।