News71.com
 Bangladesh
 16 Jul 16, 10:38 AM
 364           
 0
 16 Jul 16, 10:38 AM

গাইবান্ধায় বাংলালিংক টাওয়ারে চুরি, আটক ৪

গাইবান্ধায় বাংলালিংক টাওয়ারে চুরি, আটক ৪

 

নিউজ ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় বাজারে বাংলালিংক টাওয়ারে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। আজ সন্ধ্যার দিকে এ চুরির ঘটনাটি ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, জেলার পলাশবাড়ী উপজেলার দূর্গাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জমির উদ্দিন , একই গ্রামের আজাহার আলীর ছেলে রেজাউল করিম, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সায়েকপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে ভোটকা মিয়া ও পীরগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের জামাল উদ্দিন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে ৪ ব্যক্তি বল্লমঝাড় বাজারে অবস্থিত বাংলালিংক টাওয়ারে থাকা ৬/৭টি ব্যাটারি চুরি করে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আগামীকাল সকালে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন