
নিউজ ডেস্কঃ জেলার রামু উপজেলা বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চল ঈদগড়ের গভীর জঙ্গল থেকে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মো. ইউনুছ প্রকাশ ইনু ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার কাছ একটি বন্দুক পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
এঘটনায় রামু থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা রুজু হচ্ছে। পুলিশ জানিয়েছে, আজ ভোর রাতে খবর পেয়ে রামু থানা পুলিশ উপজেলার ঈদগড় হাজির পাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গুরুত্বর আহত অবস্থায় ইনুকে উদ্ধার করে প্রথমে রামু ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।
প্রথমে লাশের পরিচয় না মিললেও পরে স্ত্রী জোবাইদা বেগম নিশ্চিত করেন লাশটি তার স্বামী ইউনুছের। মারা যাওয়া ইনু ডুলাহাজারার ভিলেজার পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। পুলিশের দাবি, নিহত ইউনুছ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার ইউনুছ বাহিনীর প্রধান, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ১জন বনদস্যু। তার বিরুদ্ধে খুন, অপহরণ, ডাকাতি, বন ধ্বংসসহ ১৭টি মামলা রয়েছে।
নিহত ইনুর স্ত্রী জুনাইদা বেগম জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্বামী ইনুকে নিজ গ্রাম ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকার একটি চায়ের দোকান থেকে একদল লোক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে ঈদগাঁও-ঈদগড় সড়কের হাজীরপাড়া নামক এলাকা থেকে ডাকাত ইনুকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুকও উদ্ধার করা হয়।
তিনি বলেন, ঈদগড়ের পাহাড়ি এলাকার ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে ইনু ডাকাত নিহত হয়েছেন। তিনি এব্যাপারে রামু থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলা হচ্ছে বলে জানান।