News71.com
 Bangladesh
 16 Jul 16, 10:34 AM
 438           
 0
 16 Jul 16, 10:34 AM

দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ।।

দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ।।

 

নিউজ ডেস্কঃ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত ও ভারি বৃষ্টির বার্তা নিয়ে বাংলাদেশের প্রকৃতিতে আসছে বর্ষার দ্বিতীয় শ্রাবণ মাস। শ্রাবণ মাসের প্রথম দিন(শনিবার) আসার আগেই আজ বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ার দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর ।

সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ।

তাছাড়াও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। একই সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারি বৃষ্টির সতর্ক বার্তাও জারি করেছে আবহাওয়া বিভাগ ।

সতর্কবাণীতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে ১জন আবহাওয়াবিদ জানান, গভীর সঞ্চালনশীল মেঘমালা হচ্ছে, বজ্রমেঘ যা প্রতিনিয়ত ছুটাছুটি করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন