News71.com
 Bangladesh
 16 Jul 16, 12:02 AM
 376           
 0
 16 Jul 16, 12:02 AM

আজ আওয়ামিলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস ।।

আজ আওয়ামিলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস ।।

নিউজ ডেস্কঃ আওয়ামিলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। ১/১১ সরকার ২০০৭ সালের ১৬ই জুলাই গ্রেফতার করে কারান্তরীণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। দীর্ঘ ১১ মাস সংসদ ভবনে স্থাপিত বিশেষ কারাগারে বন্দি করে রাখা হয় তাকে ।

জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে কারান্তরীণ অসুস্থ হয়ে পড়া আওয়ামিলীগ সভাপতি শেখ হাসিনাকে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ই জুন ৮ সপ্তাহের জামিনে মুক্তি দেয়া হয়। মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্র যান তিনি। ২১শে আগস্টের গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত কান এবং চোখসহ বিভিন্ন রোগের চিকিৎসা শেষে সেখান থেকে একই বছরের ৬ই নভেম্বর দেশে ফেরেন শেখ হাসিনা ।

কয়েক দফায় জামিনের মেয়াদ বাড়ানোর পর দেশে ফিরলে তাকে স্থায়ী জামিন দিতে বাধ্য হয় তৎকালীন অগণতান্ত্রিক সরকার। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বরের জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ই জানুয়ারি তার নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠিত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন