News71.com
 Bangladesh
 15 Jul 16, 09:21 PM
 436           
 0
 15 Jul 16, 09:21 PM

রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২

রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২

 

নিউজ ডেস্ক: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু করে আজ শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নগরীর ৪ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। আর ৪ জন মাদক ব্যবসায়ী। বাকিরা অন্যান্য অভিযোগে গ্রেফতার। তিনি আরও বলেন, গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ীর কাছ থেকে চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন