News71.com
 Bangladesh
 15 Jul 16, 09:12 PM
 403           
 0
 15 Jul 16, 09:12 PM

ফ্রান্সের নিস শহরে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার তীব্র নিন্দা ও শোক ।।

ফ্রান্সের নিস শহরে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার তীব্র নিন্দা ও শোক ।।

নিউজ ডেস্কঃ ফ্রান্সের নিস শহরে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোকও জানিয়েছেন তিনি ।

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে আজ এশীয়-ইউরোপীয় সম্মেলনে (আসেম) অংশ নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে এই শোক ও নিন্দা প্রকাশ জানান শেখ হাসিনা। সম্মেলনে বিশ্বনেতারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি বিবৃতি দেন। তারা সমন্বিতভাবে এশিয়া ও ইউরোপে এসব সন্ত্রাসী তৎপরতার তীব্র নিন্দা জানান ।

সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সামিল থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।  আর যারা এসব সন্ত্রাস চালাচ্ছে ও মদত দিচ্ছে তাদের জাতিসংঘ সনদ ও অন্যান্য আন্তর্জাতিক বিধানের আওতায় বিচারের মুখোমুখি দাঁড় করানোর বিষয়ে দৃঢ় অবস্থানও ঘোষণা করেন বিশ্বনেতারা।

আসেম ১১ ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে এই সম্মেলনে যোগ দিতে ১৪ই জুলাই সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অন্য বিশ্বনেতাদের সঙ্গে একই শোকবাণীতে প্রধানমন্ত্রীও ফ্রান্সের নিসে ঘটে যাওয়া ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শীর্ষ ওই সম্মেলন শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনাটি ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন