
নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ থেকে দেশিয় দুই নলা থ্রি কোয়াটার বন্দুকসহ খলিলুর রহমান বাপ্পিকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. কায়সার হামিদ বলেন, বাপ্পী ২০১৩-১৫ সালের জ্বালাও পোড়াও আন্দোলনের সময় তিনটি বিস্ফোরক মামলার পরোয়ানাভুক্ত আসামি। মামলার পর থেকে দীর্ঘদিন তিনি আত্মগোপনে চলে যান। ইতিমধ্যে গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতির বিষয়টি সিসি ক্যামেরায় দেখতে পেয়ে দোতলা ঘরের একটি কক্ষের খাটের নিচে লুকিয়ে যান তিনি। আমরা তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করি। তখন এই সময় তার কক্ষে একটি সুদৃশ্য কাঠের বাক্স দেখতে পেয়ে ভেতরে কী আছে জানতে চাইলে বাপ্পি ইতস্তত করতে থাকেন। এই বিষয়টি সন্দেহ হলে দারোয়ানের সাহায্যে বাক্সটি ভাঙার ব্যবস্থা করি। এই সময় দুই নলা বন্দুকটি পাওয়া যায়। বাপ্পিকে আদালতে চালান করে দেওয়া হয়েছে।
জানা গেছে, তিনি আরজু শাহের মাজার এলাকার সালেহ আহমদ চেয়ারম্যান লেনের হামিদুর রহমানের বাড়ির মৃত হামিদুর রহমানের ছেলে বাপ্পি।