News71.com
 Bangladesh
 15 Jul 16, 08:16 PM
 357           
 0
 15 Jul 16, 08:16 PM

'বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেয় না'।। সুলতানা কামাল

'বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেয় না'।। সুলতানা কামাল

 

নিউজ ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যের আহ্বান জানিয়ে  মানবাধীকার কর্মী সুলতানা কামাল বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে বাংলাদেশ, সেই দেশের মানুষ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেয় না। আজকে আমাদের বসে থাকার দিন নয়। আমরা যদি মুক্তিযুদ্ধের নাগরিক হই। মানুষ হিসেবে অামাদের যদি বিবেক থেকে থাকে, তাহলে জোর গলায় নিজ অবস্থান থেকে বলবো এই দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতারর প্রশ্রয় দেবো না।’

আজ শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ আয়োজিত 'সাম্প্রদায়িক ও জঙ্গিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশর চাই' শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এই সব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিভিন্ন হামলায় আমরা স্বামী হারাচ্ছি, সন্তান হারা হচ্ছি। এরকম আতঙ্কের মধ্যে বেঁচে থাকার জন্য আমরা তো মুক্তিযুদ্ধ করি নাই।’

সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অজায় রায়ের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ভাস্কর রাশা, গণগজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, মানবাধিকার কর্মী খুশি কবির, বাংলাদেশ সম্মিলিত ইসলামিক জোটের সভাপতি মওলানা মোহাম্মাদ জিয়াউল হাসান, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন