News71.com
 Bangladesh
 15 Jul 16, 08:10 PM
 470           
 0
 15 Jul 16, 08:10 PM

ঝালকাঠির কলেজ ছাত্র ফরহাদের গত ৩ বছর কোন খোঁজ নেই

ঝালকাঠির কলেজ ছাত্র ফরহাদের গত ৩ বছর কোন খোঁজ নেই

 

নিউজ ডেস্ক: পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. ফরহাদ রহমান (১৮) গত ৩ বছর ধরে নিখোঁজ রয়েছেন। এই ব্যপারে থানায় জিডি ও পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েছিল পরিবার।

জানা যায়, জেলার কাউখালী উপজেলার পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের পল্লী চিকিৎসক মো. সাইদুর রহমানের ছেলে ফরহাদ স্বরূপকাঠীতে বাসা ভাড়া করে থাকতো ফরহাদ। গত ২০১৩ সালের ২২ নভেম্বর শুক্রবার বিকেলে স্বরূপকাঠী উপজেলা পরিষদের পিছনের ভাড়া বাসা থেকে বের হয়ে সে আর বাসায় ফেরেনি। তাকে খুঁজে না পেয়ে ফরহাদের বাবা ২৩ নভেম্বর স্বরূপকাঠী থানায় ছেলে নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়রী করেন। বিভিন্ন পত্রিকায় হারানো বিজ্ঞপ্তিও দেন তিনি। কিন্তু খোঁজ মেলেনি তার ছেলে ফরহাদের।

এই ব্যাপারে কাউখালী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, যেহেতু স্বরূপকাঠি উপজেলা থেকে ফরহাদ নিখোঁজ হয়েছে এবং সেখানে থানায় জিডি হয়েছে। কাউখালী বাড়ি হবার কারণে তিনি খোঁজ খবর নিচ্ছেন। স্বরূপকাঠী থানার ওসি মো. মুনিরুল ইসলাম বলেন, জিডির সূত্র ধরে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন