News71.com
 Bangladesh
 25 Mar 23, 10:35 PM
 61           
 0
 25 Mar 23, 10:35 PM

গণহত‍্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আরও সোচ্চার হতে হবে।।নৌপ্রতিমন্ত্রী

গণহত‍্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আরও সোচ্চার হতে হবে।।নৌপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নিরীহ বাঙালির ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত‍্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সবাইকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী ৷ শনিবার (২৫ সার্চ) নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত ‘২৫ মার্চ গণহত্যা দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

 

প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, বাংলাকে বিরাণভূমি বানাতে অপারেশন সার্চলাইটের মাধ‍্যমে অসংখ‍্য গণহত‍্যা সংঘটিত করেছিল। কিন্তু তারা পারেনি। নির্বিচারে গণহত‍্যার খবর শুনে বঙ্গবন্ধু ২৬ মার্চ বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। বীর বাঙালি  বঙ্গবন্ধুর আহ্বানে স্বাধীনতাকে ধরে রাখার জন‍্য দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ করে বিজয়ী হয়েছে। ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের মধ‍্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। পৃথিবীর ইতিহাসে এত বড় গণহত‍্যা সেটি কিন্তু আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে পারিনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত‍্যার পর ২১ বছর জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা যে গণহত‍্যাকে ভুলিয়ে দিয়েছিল সেটিকে আবার সমগ্র বিশ্বে তুলে ধরতে হবে। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ সংঘটিত  হয়েছিল- পৃথিবী যেন স্বীকৃতি দেয়; জাতিসংঘ যেন স্বীকৃতি দেয়। সেজন‍্য সবাইকে আরও সোচ্চার হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন