
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
পুলিশ বলেছেন, নগরীর বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেফতার করেছে। তখন এই সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ লিটার চোলাই মদ ও সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।