
নিউজ ডেস্কঃ মেহেরপুরে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ দমনের লক্ষ্যে পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে মেহেরপুর কমিউনিটি সেন্টারে জেলা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে।
পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সিভিল সার্জন ডা. আব্দুল হালিম, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ এবং জেলা বিএমএ'র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ। সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন পিপি অ্যাড. পল্লব ভট্রাচার্য, সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা যুবলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ব্যবসায়ী ইয়াসিন আলী শামীম প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার দায়িত্বশীল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু জানান, পৌরসভার একার পক্ষে পুরো পৌর এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনা দুঃসাধ্য। তিনি পৌর এলাকার সকল অফিস প্রধান, ব্যবসায়ীসহ সবাইকে নিজ নিজ নিরাপত্তা জোরদারকরণে সিসি ক্যামেরা স্থাপনের তাগিদ দেন। তিনি জানান, এর মধ্যে যেসব ঝুঁকিপূর্ণ স্থাপনা আছে যেমন মন্দির, পার্কসহ কিছু গুরত্বপূর্ণ স্থানে পৌরসভার উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।