
নিউজ ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দরে আজিজ নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তখন এই সময় গুরুতর আহত অবস্থায় তার সঙ্গীকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত ৩টার দিকে উপজেলার কামারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আজিজ এলাকায় কালা ডাকাত নামে পরিচিত ছিল বলেছেন চিরিরবন্দর থানা পুলিশ।
চিরিরবন্দর থানার পরিদর্শক আনিসুর রহমান বলেন, গ্রামটিতে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় রাতে পালা করে পাহারা দেয় স্থানীয়রা। গতকাল গভীর রাতে ওই এলাকায় ৪ জনকে দেখতে পেয়ে পরিচয় জানার চেষ্টা করেন তারা। এই সময় ছুরি হাতে তারা গ্রামবাসীদের তাড়া করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসায় দুইজন পালিয়ে গেলেও ধরা পড়ে গণপিটুনির শিকার হন দুইজন। এদের মধ্যে আজিজ ওরফে কালা ডাকাত ঘটনাস্থলেই নিহত হন।
আনিসুর রহমান আরও বলেন, নিহত আজিজ ওরফে কালা ডাকাত চিরিরবন্দর উপজেলার ১২ নম্বর আলোকডিহী ইউনিয়নের বাসিন্দা। কিন্তু সৈয়দপুরে আখড়া গড়ে তুলে এলাকায় অপরাধ তৎপরতা চালাতেন তিনি। এর আগে তার বড় ভাই কফিল উদ্দিন ডাকাতি করার সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত হয়েছিলেন।