
নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলা সীমান্তের একটি ব্রিজের উপর থেকে পাথর নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে হত্যা করেছে। নিহত ব্যক্তি রাশেদুল ইসলাম (২৭) উপজেলার রৌমারী সদর ইউনিয়নের পূর্ব ইজলামারী এলাকার নয়ারচর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
গতকাল বুধবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের কালোর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পরে আজ সকাল পর্যন্ত তার মরদেহের সন্ধান পাওয়া যায়নি।
তার স্বজনরা বলেছেন, ‘ভারতে বোনের বাড়িতে বেড়ানো শেষে দুইটি গরু নিয়ে কালোর নদী হয়ে দেশে ফিরছিলেন রাশেদুল। পথে সীমান্তের ওই ব্রিজের উপর থেকে তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ৫৭ বিএসএফের মানকারচর ক্যাম্পের সদস্যরা। এতে করে রাশেদুলের মৃত্যু হয় এবং তার লাশ নদীতে ভেসে যায়।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের রৌমারী কোম্পানি কমান্ডার সুবেদার কাজী রফিকুল ইসলাম বলেন, ‘রাশেদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত নই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।’