
নিউজ ডেস্কঃ টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহতরা মহেশখালি উপজেলার কুতুবজোম ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আবদুল গফুর প্রকাশ নাগু মেম্বার খুনের আসামি ।
এদের মধ্যে সরওয়ার ওরফে বতল্যা নাগুর ভাতিজা। অপরজন বতল্যার সহযোগী। বতল্যাকে গতকাল একটি বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারের কথা প্রচার হলেও সত্যতা নিশ্চিত করা যায়নি। গত ২ই জুলাই সোনাদিয়া নিজ বাড়ির পাশে নাগু খুন হয় ।