News71.com
 Bangladesh
 14 Jul 16, 11:37 AM
 329           
 0
 14 Jul 16, 11:37 AM

১৯ ঘণ্টা পর পুকুরে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

১৯ ঘণ্টা পর পুকুরে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীর বাসস্ট্যান্ডের পাশে পুকুরে পড়ে যাওয়া শিশু সানজিদার (৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযানে নেমে তারা নিখোঁজ শিশু সানজিদার লাশ উদ্ধার করে। আর এর আগে সকাল ৮ টা ১০ মিনিটের পর থেকে দ্বিতীয় দফার উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয় লোকজন বলেন, দুই শিশু গতকাল দুপুর ৩ টা ৩০ মিনিটের দিকে ওই পুকুরের পাশে খেলা করছিল। তাদের মধ্যে এক শিশু কিছুক্ষণ পর এসে আশপাশের লোকজনকে বলে তার সঙ্গে যে খেলা করছিল সে পানিতে পড়ে ডুবে গেছে। এরপর স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। তারা না পেয়ে ঘটনাটি ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন