News71.com
 Bangladesh
 14 Jul 16, 11:21 AM
 350           
 0
 14 Jul 16, 11:21 AM

জেএমবি-আইএস পরিচয়ে পুরোহিতসহ তিনজনকে হত্যার হুমকি

জেএমবি-আইএস পরিচয়ে পুরোহিতসহ তিনজনকে হত্যার হুমকি

 

নিউজ ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলায় জেএমবি ও আইএস পরিচয়ে পুরোহিতসহ ৩ জনকে উড়ো চিঠিতে হত্যার হুমকি দেয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া কালীমন্দিরে পাওয়া ওই চিঠিতে পুরোহিত তপন চক্রবর্তীকে হত্যার হুমকি দেয়া হয়। একই সঙ্গে ওই চিঠিতে সোমনাথ লাহেড়ী ও মোহনলাল চক্রবর্তী নামে আরও দুইজনকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

 পুরোহিত তপন চক্রবর্তী বলেন, চিঠি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় চেয়ারম্যানসহ প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন