News71.com
 Bangladesh
 14 Jul 16, 11:06 AM
 351           
 0
 14 Jul 16, 11:06 AM

কক্সবাজার টেকনাফে দুই দল ডাকাতের বন্দুকযুদ্ধে নিহত দুই ।।

কক্সবাজার টেকনাফে দুই দল ডাকাতের বন্দুকযুদ্ধে নিহত দুই ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২ দল ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ২ ডাকাত নিহত হয়েছেন । গতকাল দিনগত রাত ২টার দিকে উপজেলার হ্নীলায় ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন পাহাড়ে শিয়াইল্লা ডাকাত ও আব্দুল হাকিম ডাকাতদলের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়। লাশ টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো প্রস্তুতি চলছে। বন্দুকযুদ্ধে জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল হাকিম ডাকাত দলের সঙ্গে একই এলাকার নুরুল হাকিম প্রকাশ শিয়াইল্যা ডাকাত দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ২ পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই ২ জন ডাকাত নিহত হয়। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে। এ সময় ২টি বন্দুক উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন