News71.com
 Bangladesh
 14 Jul 16, 01:34 AM
 331           
 0
 14 Jul 16, 01:34 AM

আজ দুপুরে শাহজালালের ফ্রেইট ইউনিটে অভিযান

আজ দুপুরে শাহজালালের ফ্রেইট ইউনিটে অভিযান

নিউজ ডেস্কঃ অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ নিরাপত্তা ঝুঁকি পণ্যের ব্যবসা ও পরিবহন রোধে ‘অপারেশন আইআরইএনই’ নামে একটি আঞ্চলিক অভিযান পরিচালিত হচ্ছে ।

Enforcement Committee of the Customs Cooperation Council কমিটির ৩৫তম সভার সিদ্ধান্ত মোতাবেক ৪ থেকে ২৩শে জুলাই এ অপারেশন পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্রেইট ইউনিটের কুরিয়ার ও পোস্টাল শাখায় অভিযান চালানো হবে ।

এ ২ শাখায় আসা পার্সেলগুলোয় র্যাবের ডগ স্কোয়াড নিয়ে পণ্য খুঁজে বের করতে বিশেষ তল্লাশি করা হবে। পরে এ বিষয়ে ব্রিফ করা হবে। গতকাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে সন্ত্রাসী হামলাসহ নানাবিধ নাশকতামূলক কর্মকাণ্ড নিরাপত্তা বিঘ্নিতসহ সমাজে ভারসাম্য বিনষ্ট করছে ।

রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিকারী এসব কাজে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদক ইত্যাদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত। অনেক ক্ষেত্রে মিথ্যা ঘোষণা ও ঘোষণাবিহীনভাবে এসব পণ্যের চোরাচালান হওয়ার নজির রয়েছে। চোরাকারবারীরা অবৈধ পণ্য নানা কৌশলে পাচারের সঙ্গে যুক্ত হচ্ছে ।

সম্প্রতি বিভিন্ন দেশে অনলাইনে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে পোস্টাল ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে এ সমস্ত পণ্য পরিবহনের গোপন তথ্য পাওয়া যাচ্ছে। তিনি জানান, গত ৩ বছরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কাস্টমসে হাজারেরও অধিক অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকের চালান আটক করা হয়েছে ।

Enforcement Committee of the Customs Cooperation Council কমিটির পর্যালোচনায় দেখা যায়, আসিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ধরণের ঘটনা দিন দিন বাড়ছে। তিনি জানান, কমিটির ৩৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪ থেকে ২৩শে জুলাই অপারেশন আইআরইএনই নামে একটি আঞ্চলিক অভিযান বর্তমানে পরিচালিত হচ্ছে ।

অভিযানটি World Customs Organisation (WCO) এর অধীনে Regional Intelligence Liason Office for Asia and the Pacific (RILO AP) সার্বিকভাবে সমন্বয়ের দায়িত্ব পালন করছে। বাংলাদেশ RILO AP এর সক্রিয় সদস্য হিসেবে এ অভিযানে অংশ নিচ্ছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ৩৩ সদস্য অভিযানের বিষয়টি সমন্বয় করছে। এখন এ দফতর অভিযানের অংশ হিসেবে পোস্টাল ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা পার্সেলগুলোর স্ক্যান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ।

অভিযান আরো জোরদার করার লক্ষে আজ দুপুর আড়াইটায় বিমানবন্দরের ফ্রেইট ইউনিটের কুরিয়ার ও পোস্টাল শাখায় পার্সেলে তল্লাশি চালানো হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন