
নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (৫৫) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। জানাগেছে, আজ বুধবার বিকেল ৫ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাজিম উদ্দিন দৌলতপুর কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের কফিল উদ্দিন মালিথার ছেলে।
দৌলতপুর কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, নাজিম উদ্দিন অফিসের কাজ শেষে দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফেরার পথে উপজেলা বাজারের সামনে যাত্রীবাহী অটোর সঙ্গে তিনি ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতাল তারপরে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।