News71.com
 Bangladesh
 13 Jul 16, 09:47 PM
 394           
 0
 13 Jul 16, 09:47 PM

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের ৫ বন্দিকে পিটিয়ে আহত

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের ৫ বন্দিকে পিটিয়ে আহত

নিউজ ডেস্ক: যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের ৫ কিশোরকে পিটিয়ে আহত করেছে ‘সিনিয়ররা। গত রবিবার রাতে এ ঘটনা ঘটার তিনদিন পর আজ বুধবার দুপুরে তাদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

এই ঘটনায় আহত কিশোররা হলো- যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকার বাবলু হোসেনের ছেলে লাবলু (১৬), চাঁচড়া রায়পাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে নয়ন (১৫), শহরের রেলগেট এলাকার খোকন গাজীর ছেলে অন্তর (১৫), নুরুল ইসলামের ছেলে হৃদয় (১৬) ও আব্দার মন্ডলের ছেলে হাবিল (১৫)। তারা হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। এদের মধ্যে হৃদয় ও হাবিলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিভাবকরা বলেন, গত রবিবার রাতে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের বন্দিদের মধ্যে কয়েকজন বড় ভাইয়ের (যাদের বয়স প্রায় ১৮ বছর) নেতৃত্বে পাঁচ কিশোরকে পিটিয়ে আহত করা হয়।

আহত কিশোরা বলেন, কিশোর উন্নয়ন কেন্দ্রের আহাদ, রাকিব, শাওনসহ কয়েকজন বড়ভাই (সিনিয়র বন্দি) রয়েছে। তারা নানা অজুহাতে নতুন আসা কিংবা জুনিয়রদের নির্যাতন করে। তাদের সালাম দেয়া হয়নি, এমন অভিযোগ তুলে ১২-১৩ জন মিলে পাঁচজনকে ব্যাপক মারপিট করে।

কিশোর উন্নয়ন কেন্দ্রের সাইকো সোসাল কাউন্সিলর মুশফিকুর রহমান বলেন, গত ১০ জুলাই রাতে বন্দি কিশোরা মারামারি করেছে। এতে করে ৫ জন আহত হয়েছে। পুলিশ স্কট না পাওয়ায় হাসপাতালে আনতে দেরি হয়েছে। তাদের দুইজনকে ভর্তি করা হয়েছে। যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বন্দি কিশোররা মারামারি করেছে। এই বিষয়টি মঙ্গলবার দুপুরে জানতে পেরেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন