
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লার মাদক বিক্রেতা সোলয়মান মিয়াকে (৪৩) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সোলয়মান ফতুল্লা রেলস্টেশন এলাকার সালাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া গোলাম মোস্তফার ছেলে।
এর পূর্বে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ফতুল্লা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ সোলয়মানকে আটক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।