News71.com
 Bangladesh
 13 Jul 16, 09:20 PM
 344           
 0
 13 Jul 16, 09:20 PM

৩৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১১৯ জন চাকুরী প্রার্থী

৩৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১১৯ জন চাকুরী প্রার্থী

নিউজ ডেস্কঃ ৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে ১১৯ জন বিভিন্ন অধিদফতর ও সংস্থায় নিয়োগ পাচ্ছেন ।

এ প্রার্থীদের নিয়োগের সুপারিশ করে আজ এক বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ এর বিধান অনুযায়ী এ নিয়োগের সুপারিশ করা হয়েছে ।

চৌত্রিশতম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগ পাননি তাদেরই নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পিএসসি।এরমধ্যে শ্রম পরিদর্শক হিসেবে নিয়োগ পাচ্ছেন ৯০ জন ।

নিয়োগে সুপারিশকৃতদের তালিকা পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। গত বছরের ২৯শে আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হন। এদের মধ্যে ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন