
নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর কাশিমপুরে বিকাশ কর্মীকে গুলি করে ৩ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে কাশিমপুরের কাঁঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিকাশ কর্মীর নাম সেলিম মুন্সি (৩২)। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার কাটিদিয়া গ্রামের মহিউদ্দিন মুন্সির ছেলে। গাজীপুর শহরের শিমুলতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে তিনি বসবাস করতেন। গুরুত্বর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠোনো হয়েছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশিদ বলেন, আজ বুধবার দুপুর ১২টার দিকে সেলিম হোসেন বিকাশের টাকা উত্তোলন করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তখন এই সময় কাশিমপুর কাঁঠালতলা এলাকায় ২টি মোটরসাইকেলে এসে ৪ জন দুর্বৃত্ত সেলিম হোসেনের দুই পায়ে গুলি করে তার ৩ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।