News71.com
 Bangladesh
 13 Jul 16, 08:53 PM
 325           
 0
 13 Jul 16, 08:53 PM

শালিখায় জঙ্গি সন্দেহে চবি ছাত্র গ্রেফতার।।

শালিখায় জঙ্গি সন্দেহে চবি ছাত্র গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে আব্দুল নূর (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৩ জুলাই) সকালে তাকে আটক করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিতের ওই ছাত্র চট্টগ্রামের পটিয়া এলাকার সৌদি প্রাবাসী আব্দুর রশিদের ছেলে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জঙ্গি সন্দেহে সকাল সাড়ে ৯টার দিকে সীমাখালী এলাকা থেকে চবি ছাত্র আব্দুর নূরকে আটক করা হয়। তিনি নড়াইল থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে সকালে সিমাখালী এলাকায় আসেন।

নূর এর আগে তিন/চারদিন কুষ্টিয়া ও ঝিনাইদহে  অবস্থান করছিলেন। ওই দুই জেলায় যাদের বাড়ি তিনি ছিলেন তারা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তার মোবাইল ফোনে সন্দেহজনক কিছু ছবি ও তথ্য পাওয়া গেছে। তাছাড়া তিনি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরো বলেন, পুলিশ সুপার কার্যলয়ে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন যে তিনি দেশের বিভিন্ন জেলা ঘুরে বেড়াতে বেরিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন