News71.com
 Bangladesh
 13 Jul 16, 08:41 PM
 371           
 0
 13 Jul 16, 08:41 PM

চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘ভূমি উন্নয়ন কর মেলা’ শুরু ।।

চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘ভূমি উন্নয়ন কর মেলা’ শুরু ।।

 

নিউজ ডেস্কঃ ‘ভূমি উন্নয়ন কর প্রদান করুন, ভূমির মালিকানা নিরাপদ রাখুন’ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি উন্নয়ন কর মেলা’ । আজ বুধবার (১৩ জুলাই) নগরীর দুই নম্বর গেইট এলাকার চান্দগাঁও ভূমি অফিসে এ মেলার উদ্বোধন করে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

ভূমি আদায় সহজীকরণ ও দ্রুততার সাথে কর আদায় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করেছে চান্দগাঁও সার্কেল ভূমি অফিস। মেলায় ভূমি উন্নয়ন কর আদায়ের পাশাপাশি ভূমির নামজারি আবেদনপত্রও গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মেলার উদ্বোধনীতে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ভূমির মালিকানা নিরাপদ রাখতে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে। আর এ ধরনের মেলার ফলে সহজে ভূমি মালিকরা তাদের কর প্রদান করতে পারবে। তাছাড়া, সামনে এ ধরনের মেলা নগরীর বিভিন্ন সার্কেলে আয়োজন করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন