
নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলায় সড়কে গাছ ফেলে যাত্রীবাহী কয়েকটি বাহনে ডাকাতির ঘটনা ঘটিয়েছে ডাকতদল। তখন এই সময় গরু ব্যবসায়ীসহ যাত্রীদের কাছ থেকে প্রায় পৌণে ১কোটি টাকা লুট করে নেয় ডাকাতদল।
গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত কুষ্টিয়া সড়কের আকুবপুর চটকাতলার মাঠ নামক স্থানে এই ডাকাতির ঘটনা ঘটে। তখন ডাকাতের লাঠির আঘাতে এক গাড়ির চালক ও সহকারী আহত হন। ডাকাতির এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর প্রতিরোধের মুখে ডাকাতদল পালিয়ে যায়। তারা অভিযোগ করেন, হাইওয়ে পুলিশকে বারবার খবর দিলেও তারা অতি নিকটের সেই ঘটনাস্থলে যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১০ টার দিকে সড়কের উপর ফেলে রাখা গাছ সরিয়ে যান বাহন চলাচল স্বাভাবিক করা হয়।