News71.com
 Bangladesh
 13 Jul 16, 02:39 PM
 348           
 0
 13 Jul 16, 02:39 PM

সৈয়দপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, চিকিৎসকের বাসা ভাঙচুর

সৈয়দপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, চিকিৎসকের বাসা ভাঙচুর

 

নিউজ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের বাড়িতে ভাঙচুরে ঘটনা ঘটেছে। এতে করে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসীরা বলেন, শহরের মিস্ত্রীপাড়া মন্দির রোডের বাসিন্দা আমিনুল ইসলামের স্ত্রী রুমা (২২) তার ১১ বছরের মেয়ে মাহিকে অসুস্থতার জন্য গতকাল মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ হোসেনের কাছে নিয়ে যান। তিনি রোগী দেখে সকল ব্যবস্থাপত্র দেন। বাজার থেকে ওষুধ কিনে রোগীকে খাওয়ানোর পর আরো অসুস্থ হয়ে পড়ে সে।

স্বজনদের অভিযোগ, মাহিকে আবারো ডাক্তারের কাছে নেয়া হলে তিনি দরজা খুলতে দেরি করেন। তিনি অবহেলা করেছেন তাদের প্রতি। আর এ কারণেই রাত ১০টায় মাহি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ও রোগীর স্বজনরা ডাক্তারের বাড়ি ভাঙচুর করে।

ডা. সাজ্জাদ হোসেন বলেন, ‘সকালে রোগী ভালো ছিল, রাতে মারা গেলে আমার করার কিছু নেই।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন