News71.com
 Bangladesh
 13 Jul 16, 02:34 PM
 384           
 0
 13 Jul 16, 02:34 PM

মাগুরায় পুরোহিতের খোঁজ নেয়া সেই তিন যুবক আটক

মাগুরায় পুরোহিতের খোঁজ নেয়া সেই তিন যুবক আটক

 

নিউজ ডেস্ক: মাগুরা শহরের কালীমন্দিরে পুরোহিতের খোঁজ নিতে যাওয়া ৪ যুবকের মধ্যে ৩ জন যুবকে আটক করেছে পুলিশ। আটককৃত এরা হলেন, জেলা সদরের কাশিনাথপুর গ্রামের সুমন আহম্মেদ (২৫), সদর উপজেলার রায়গ্রামের শাহাবউদ্দিন (২০) ও শহরের পারলা বেলতলা এলাকার আকাশ (২২)। শনাক্ত হওয়া অপর যুবক সদর উপজেলার মির্জাপুর গ্রামের শাহাব উদ্দিন লস্কর (২০)। গতকাল মঙ্গলবার রাতে এদের আটক করে পুলিশ।

মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে গতকাল রাত ৮টার দিকে সুমন আহম্মেদকে আটক করা হয়। তারপরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাগুরা শহরের জামরুলতলা এলাকা থেকে শাহাবউদ্দিন ও আকাশকে আটক করে। সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে, তার অসুস্থ মায়ের জন্য কালীমন্দিরের পুরোহিতের কাছে তদবির আনতে গিয়েছিল। আটকদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আইনগত নেয়া হবে।

সোমবার রাতে পায়জামা-পাঞ্জাবি পরা ব্যাগ হাতে সন্দেহভাজন এক যুবক মাগুরা শহরের কেন্দ্রীয় কালীবাড়িতে প্রবেশ করে। তখন এই সময় তার সঙ্গে আসা অপর ৩ জন যুবক মন্দিরের বাইরে অবস্থান করছিলেন। মন্দিরের ভেতরে প্রবেশ করা ওই যুবক তাবিজ ও তদবির নেয়ার কথা বলে মন্দিরের সামনে থাকা সুমর কুমার নামে স্থানীয় এক দর্শনার্থীর কাছে পুরোহিত পরেশ মজুমদারের খোঁজখবর নিতে থাকেন। খবরটি ছড়িয়ে পড়লে ‘জঙ্গি তৎপরতা’ সন্দেহে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দুঃচিন্তার উদ্রেগ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন