
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত এই অভিযান চালায় পুলিশ। অভিযানে ২ হাজার ১১২ পিস ইয়াবা ও ২০ লিটার মদ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, বিগত ২৪ ঘণ্টায় নগরীতে বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলার ১৪, সিআর মামলার ১১, সাজাপ্রাপ্ত ১ এবং নিয়মিত মামলার ৩৮ জন আসাকমিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতরকৃতদের আজ আদালতে পাঠানো হবে।