
নিউজ ডেস্ক: কক্সবাজার শহরে বৌদ্ধ মন্দিরের এক পুরোহিতকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে শহরের উমাতারা মন্দিরে এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পুরোহিতের মাথায় কুপিয়েছে। এই পুরোহিতকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক মং থো রাখাইন বলেন, ক্যাং এর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আসছিল। এই বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃওরা। হামলাকারী ক্যাং সংশ্লিষ্ট নয়। তিনি বাইরে একটি বাড়িতে ভাড়া থাকেন। এই হামলার পর থেকে তিনি পালিয়ে গেছেন।