
নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। এই আহতদের মধ্যে ৯ জন গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার সকালে উপজেলার তিন টহরী আনছার হেডকোয়ার্টার সংলগ্ন ডলু এলাকায় এ ঘটনা ঘটে। কিন্তু ঘটনার সময় তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে করে সেখানে ১৩ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এদের মধ্যে ৯জনকে গুরুতর অবস্থায় ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত করামকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।