News71.com
 Bangladesh
 13 Jul 16, 11:03 AM
 351           
 0
 13 Jul 16, 11:03 AM

বরিশালে জ্বালানি তেল বোঝাই ট্রাকসহ আটক ৩  

বরিশালে জ্বালানি তেল বোঝাই ট্রাকসহ আটক ৩     

নিউজ ডেস্ক: বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুন হাট নামক স্থান থেকে থেকে ১০টি ব্যারেলে ২ হাজার লিটার অপরিশোধিত জ্বালানি তেল বোঝাই ট্রাক আটক করেছে পুলিশ। অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে এ তেল পরিবহনের অভিযোগে তিন চোরাকারবারীকে আটক করেছে। আমর্ড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)  গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করে।

আটককৃত ব্যক্তিরা হলো- শরিয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর পশ্চিম মঠপাড়া এলাকার মো. সোলায়মান হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৬), পালং শৌল পাড়া গয়ঘর এলাকার জলিল বাঘার ছেলে রাসেল বাঘা (২৩) ও একই এলাকার জয়নাল বাঘার ছেলে ইমান হোসেন (২৪)।

এএসআই মো. মাহবুব বলেন, গোপন খবরের ভিত্তিতে এএসপি আবুল বাশারের নেতৃত্বে এপিবিএন’র একটি দল মহাসড়কের নতুন হাট এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। ব্যারেল বোঝাই ওই ট্রাকটি চেকপোষ্টেই ধরা পড়ে যায়। এই ঘটনায় এপিবিএন’র এসআই আসাদুজ্জামান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন