
নিউজ ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে জঙ্গি সন্দেহে মো. আরজ আলী নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে কুয়েট কর্তৃপক্ষ। আটক যুবক নিজেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সহ-সভাপতি বলে দাবি করেছে ।
কুয়েট জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার মনোজ কুমার মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে গতকাল সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় মো. আরজ আলীকে নিরাপত্তাকর্মীরা আটক করে। পরে কুয়েট কর্তৃপক্ষ তাকে খানজাহান আলী থানা পুলিশের এসআই রাজ্জাকের কাছে হস্তান্তর করেন। আটক আরজ আলী কুষ্টিয়ার কুমারখারী উপজেলার ধলাগ্রামের মৃত মো. আব্দুল মান্নান মিয়ার ছেলে ।
এ ব্যাপারে খানাজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, আটক যুবক কুষ্টিয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগে সম্মান শেষ বর্ষের ছাত্র ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলার সহ-সভাপতি বলে পরিচয় দিয়েছে। বিষয়টি যাচাই-বাচাই করা হচ্ছে। আটক যুবক পুলিশের কাছে নিজের বোনের বাড়িতে বেড়াতে এসেছে বলে জানায় ।