
নিউজ ডেস্কঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এক বৈঠক অনুষ্ঠিত হবে আজ রাত সাড়ে ৮টায়। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঢাকার গুলশানে বৈঠকটি অনুষ্ঠিত হবে ।
আজ রাতে এ তথ্য জানান বিএনপি'র চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে সাভপতিত্ব করবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের সাম্প্রতিক ঘটনাসহ বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।