News71.com
 Bangladesh
 12 Jul 16, 06:46 PM
 375           
 0
 12 Jul 16, 06:46 PM

মুক্তাগাছায় ৫ টি দোকান আগুনে ভস্মীভূত।।

মুক্তাগাছায় ৫ টি দোকান আগুনে ভস্মীভূত।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের চেচুয়া বাজারে অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার রাত সোয়া ১০টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, পাহাড়ি রোডে (গাঙ্গীনা পাড়) অবস্থিত খোরশেদ মিয়ার দোকানে বিড়ির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মনোহারী, স্টেশনারী, গুড়ের আড়ত্ ও হোটেলসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন