
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ৩ মাদক ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমুর রহমান এ সাজা প্রদান করেন।
জানাগেছে গতকাল সোমবার দিনগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এদের দুই জনকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন- শামছুল হক (৫৫), নজরুল ইসলাম (৪৫) ও মইফুল বেগম (৫৯)।
সাজাপ্রাপ্তরা এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে গোপালপুর থানার ওসি আব্দুল জলিল বলেছেন।