
নিউজ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল শেখ পাড়ায় এক স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তখন এই সময় ডাকাতদল নগদ দুই লক্ষ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার ও একটি আইপিএস লুট করে নিয়ে গেছে।
গতকাল সোমবার দিনগত রাত পৌণে ৩ টার দিকে কলারোয়া পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বাঁকাল শেখ পাড়া গ্রামের শেখ আব্দুল মোমেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর সাতক্ষীরা পুলিশের সদর সার্কেলের এএসপি আতিকুল হক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এসব মালামাল লুটে নেয় ডাকাতদল। এসব মালামালের আনুমানিক মূল্য সাড়ে ২২ লক্ষ টাকা।’ ওসি বলেন, ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।