News71.com
 Bangladesh
 12 Jul 16, 01:33 PM
 344           
 0
 12 Jul 16, 01:33 PM

সাতক্ষীরায় যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলায় এক যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি আবুল হোসেন মিলন (৩২) উপজেলার বিনেরপোতা ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক ছিলেন। আজ মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

জানাগেছে মিলনের রাজশাহী জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সাতক্ষীরার বিনেরপোতায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। বাড়ির মালিক রজব আলির দাবি, গতকাল সোমবার মিলনকে স্থানীয় যুবক জিয়াউর রহমান, আবদুল মান্নান ও মিজানুর রহমান ধরে নিয়ে মারধর করেছিলেন। পরে তারা তাকে পুলিশে সোপর্দ করলেও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহনেওয়াজ ও অ্যাড. তামিম মিলনকে থানা থেকে ছাড়িয়ে আনেন। বিনা কারণে মারপিট ও পুলিশে সোপর্দ করার অপমানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার এসআই হিমেল হোসেন বলেন, মিলনের দেহের কয়েকটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু এটি হত্যা না আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন