News71.com
 Bangladesh
 12 Jul 16, 01:28 PM
 340           
 0
 12 Jul 16, 01:28 PM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক: টাঙ্গাইলে বাসাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আবার এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এই হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি । মঙ্গলবার সকালে উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড় বাইপাস এলাকায় ট্রাক ও কভার্ড-ভ্যনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান ১৩ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। টাঙ্গাইলের বাসাইল উপজেলাধীন ওই সড়কের করাতিপাড় বাইপাস এলাকায় কভার্ড-ভ্যানটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানের চালক মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন