News71.com
 Bangladesh
 12 Jul 16, 12:11 PM
 350           
 0
 12 Jul 16, 12:11 PM

৬১ লাখ টাকাসহ দুজন আটক

৬১ লাখ টাকাসহ দুজন আটক

নিউজ ডেস্ক: হাইকোর্ট মাজারের সামনে থেকে গতকাল দুপুরে ৬১ লক্ষ টাকাসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন আবদুল মান্নান ও রাকিব হাসান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক বলেন, হাইকোর্ট মাজারের সামনে পুলিশের একটি তল্লাশিচৌকি ছিল। দুপুরে এই পথ দিয়ে আবদুল মান্নান ও রাকিব হাসান একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে দুটি ব্যাগ ছিল।

এসময় পুলিশের সন্দেহ হওয়ায় উপস্থিত থাকা পুলিশ সদস্যরা ব্যাগ দুটি তল্লাশি করেন। তখন এই সময় মোট ৬১ লক্ষ টাকা পাওয়া যায় তাদের কাছ থেকে। ওসি বলেন, এক ব্যাগে ৪১ লক্ষ ও অন্য ব্যাগে ২০ লক্ষ টাকা ছিল। আটক ওই দুই জন দাবি করেছে, তাঁরা ব্যবসায়িক কাজে টাকাগুলো নিয়ে গুলিস্তান থেকে এলিফ্যান্ট রোডের দিকে যাচ্ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন