
নিউজ ডেস্ক: কুমিল্লায় ৩১ বছর পর আবদুর রশিদ (৬৫) নামে ডাকাতি মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের অছিম উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আর এর আগে গতকাল সোমবার বিকালে জেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ রাজা চাপিতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ বলেছেন, ১৯৮৫ সালে ডাকাতি মামলায় কুমিল্লার আদালতে আবদুর রশিদের ৭ বছরের কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। তারপর থেকে গত ৩১ বছর ধরে তিনি পলাতক ছিলেন। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।