News71.com
 Bangladesh
 12 Jul 16, 10:42 AM
 377           
 0
 12 Jul 16, 10:42 AM

সিলেট বিমানবন্দর থানার ওসি বদলি।।

সিলেট বিমানবন্দর থানার ওসি বদলি।।

নিউজ ডেস্কঃ সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মী খুনের ঘটনার পরদিন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেনকে বদলি করা হয়েছে। মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কোতয়ালি থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন।

গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে গৌসুল হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, পুলিশ কমিশনারের এক আদেশে গৌসুল হোসেনকে গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে।

মূলত থানাগুলোতে পরিদর্শক পদে সিনিয়রদের পর্যায়ক্রমে সরিয়ে জুনিয়র কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিমানবন্দর থানার ওসিকে বদলি করা হয়েছে বলে জানান এডিসি রহমত উল্লাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন