News71.com
 Bangladesh
 12 Jul 16, 10:14 AM
 367           
 0
 12 Jul 16, 10:14 AM

হবিগঞ্জে ডাকাত জামালের স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধার।।

হবিগঞ্জে ডাকাত জামালের স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধার।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার দলগাঁও গ্রামের ডাকাত জামালের বাড়ি থেকে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানা যায়, সোমবার দুপুরে জনতার সহযোগিতায় ডাকাত জামালকে পুলিশ গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মতে, মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ জামাল ডাকাতের বাড়িতে অভিযান চালায়।

এ সময় ঘরের ধানের গোলার নীচ থেকে ১টি পাইপগান, ৪ রাউন্ড শর্ট গানের গুলি, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামালের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন