News71.com
 Bangladesh
 12 Jul 16, 10:11 AM
 339           
 0
 12 Jul 16, 10:11 AM

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু।।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম খান জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক নিহত হন।

এ সময় ট্রাকের চালকসহ ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের একজন চিকিৎসাধীন মারা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন