News71.com
 Bangladesh
 12 Jul 16, 09:59 AM
 389           
 0
 12 Jul 16, 09:59 AM

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ি গুলিবিদ্ধ

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ি গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক: সাতক্ষীরা সদর ও দেবহাটায় দুটি পৃথক ঘটনায় পুলিশের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। তাদেরকে পুলিশ পাহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ওই দুই যুবক হলেন, সাতক্ষীরা পৌর এলাকার মধুমোল্লারডাঙ্গির নারায়ণ সরকারের ছেলে বিশ্বজিত সরকার (২০) ও দেবহাটার বালিয়াডাঙ্গার গ্রামের আমিনুল মোল্লার ছেলে মো. নুরুজ্জামান ( ২৪) । পুলিশ দাবি করেছে, তারা দুজনেই মাদক চোরাকারবারি। গতকাল সোমবার মধ্যরাতে পুলিশের সাথে পৃথক 'বন্দুকযুদ্ধে' তারা গুলিবিদ্ধ হন।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ইটাগাছা পুলিশ ফাঁড়ির এসআই এমদাদ মাদক বেচাকেনার খবর পেয়ে এক দল টহল পুলিশ নিয়ে আজ(১২জুলাই) মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার ইসলামপুরের বেজেরডাঙ্গায় গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে বোমা মারে। তাদের এই জবাবে পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে এক ব্যক্তি আহত হন। আহত বিশ্বজিত সরকার একজন মাদক চোরাকারবারি। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও কয়েক বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তখন অন্যরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, একই সময়ে দেবহাটা থানার এসআই নাজমুল আলম ও এসআই মাসুদুজ্জামান মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে পুস্পকাটি গ্রামের ইটভাটার কাছে গেলে তাদের ওপর বোমা নিক্ষেপ করা হয়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক যুবক গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ব্যক্তি নুরুজ্জামানও একজন মাদক চোরাকারবারি। তার কাছ থেকে ভারতীয় ফেনসিডিল ও মদ জব্দ করা হয়। তিনি বলেছেন, নুরুজ্জামানের বিরুদ্ধে দেবহাটা থানায় দুটি চোরাচালান মামলা রয়েছে। কামাল হোসেন বলেন তারা দুজনেই সাতক্ষীরা সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদক চোরাচালানের পৃথক মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন